পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কাঁচা মরিচের দাম ফের বেড়েছে। গত দুই দিন কিছুটা কম দামে বিক্রি হলেও বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনে মহিপুরে কাঁচা মরিচ ৮ শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, হঠাৎ করেই বাড়ছে কাঁচা মরিচের দাম। স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি ও তদারকি না থাকায় বেপরোয়া ব্যবসায়ী সিন্ডিকেট। ক্রেতা হাসান হাওলাদার বলেন, ৮ শত টাকা কাঁচা মরিচের কেজি, কিনব কীভাবে?

আল আমিন হাওলাদার নামে আরেক ক্রেতা বলেন, ১০০ গ্রাম মরিচ কিনেছি ৮০ টাকায়। অন্যান্য কাঁচামালেরও দাম বেশি। ১০০ টাকার নিচে কোনো তরকারি নেই।

বাজার করতে আসা রহিমা বেগম বলেন, তরিতরকারি কোনো রকম কিনেছি, কিন্তু দাম বেশি হওয়া কাঁচা মরিচ কিনতে পারেনি, শুকনো মরিচ দিয়ে রান্না করতে হবে। মনির হাওলাদার নামে আরেকজন বলেন, বুধবার ছিল ৫ শত টাকা। তাছাড়া প্রতিদিন এভাবে দাম বাড়তে থাকলে নাজেহাল অবস্থা হবে সাধারণ ক্রেতাদের।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, কোন কাচঁ মাল ব্যবসায়ীদের কাছে কোর প্রকাশ ক্যাশ ম্যামো বা রশিদ নেই যে তারা পাইকারি কত দামে কিনেছেন। অনেক ব্যবসায়ী বলছেন আমাদের প্রতি কেজি মরিচ ৭শত টাকা করে কেনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন বলেন, শিগগিরই বাজার তদারকি করে অসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/রাহা