কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন নাফ নদীতে জেলে খায়ের হোসনের বড়শিতে মাছটি ধরা পড়েছে বলে জানিয়েছেন জেলে নিজেই।
জেলে খাইয়ের হোসেন ‘বার্তা বাজার’কে জানান, শাহপরীর দ্বীপ করিডোর জেটি সংলগ্ন নাফ নদীতে প্রতিদিনের ন্যায় তিনি বড়শি ফেলেন। দুপুর নাগাদ হঠাৎ বড়শিতে বড় একটি কোরাল মাছ ধরা পড়লে অন্যান্য জেলেদের সহযোগিতায় মাছটি নাফ নদী থেকে তুলতে আনা হয়। মাছটির ওজন ২৫ কেজি। পরে মাছটি স্থানীয় বাজারে ২০ হাজার টাকা দামে বিক্রি করা হয়।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞার কারনে কয়েক বছর ধরে নাফ নদীতে মাছ আহরণ বন্ধ রয়েছে। ফলে মাছের সংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে এবং মাছ গুলো বড় হোয়ার সুযোগ পাচ্ছে। তাছাড়া নাফ নদীতে প্রায় সময় বড় আকারের কোরাল ধরা পড়ে। তবে শীত মৌসুমে বড় কোরাল ও পোয়া মাছ একটু বেশী ধরা পড়ে।
বার্তাবাজার/এসএইচ