পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌরসভার বিএনপির বেশ কয়েকটি অঙ্গ ও সংগঠন এবং স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর)শেষ বিকেলে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয়রা এই মিছিলে অংশ নেয়।

কুয়াকাটা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভা এলাকা, পৌর বাজার, রাখাইন মার্কেট, ভূঁইয়া মার্কেট, সৈকতের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে ফের চৌরাস্তায় এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন- কুয়াকাটা পৌরসভার কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল।

মিছিলে উপস্থিত ছিলেন, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, শ্রমিক দল সভাপতি মোঃ মানিক ফকির,যুবদল যুগ্ম আহ্বায়ক হানিফ গাজী, যুবদল যুগ্ম আহ্বায়ক নুর আলম শেখ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার, কৃষক দলের সদস্য সচিব আলমাস হাওলাদার, যুবদল নেতা নজির আকন সহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় এসে নেতাকর্মীরা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, গত ১৫ বছর তাঁরা এদেশে সাধারণ মানুষকে নির্যাতন ঝুলুম করে আসছে৷ বর্তমানে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকসহ বিভিন্ন ভাবে দেশ-জাতি নিয়ে মিথ্যা অপবাদ সৃষ্টি করছে। এগুলো রুখে দিতে তাঁরা সার্বক্ষণিক মাঠে রয়েছে। বক্তব্যে তাঁরা জানান, এদেশ ছাত্রজনতার গনঅভ্যুত্থানে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করতে বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ