গত ১১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইউনিট নেতৃবৃন্দ কে নির্দেশ দেয়া হয় আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রকার ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করার।
কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও মঠবাড়িয়া উপজেলার কোন স্থান থেকে ব্যনার, পোস্টার অপসারণ করেনি যুব দলের নেতৃবৃন্দ। গতকাল রবিবার মঠবাড়িয়া উপজেলা বিভিন্ন স্থাপনার দেয়াল ও পিলারে সাঁটানো দেখা গেছে মঠবাড়িয়া উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের একাধিক নেতা কর্মীর শুভেচ্ছা সম্বলিত ব্যানার, ফেস্টুন,পোস্টার। মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,মঠবাড়িয়া সরকারি কলেজের সামনে, মঠবাড়িয়া পৌরসভা সামনের সড়ক সহ শহরের বিভিন্ন সড়কে যুবদল নেতাদের বড় বড় বিলবোর্ড, ফেস্টুন ও সাঁটানো পোস্টার ঝুলছে। বিভিন্ন পাড়া-মহল্লাসহ বিদ্যুতের খুঁটিতে সাঁটানো আছে ছোট ছোট রকমারি ফেস্টুন। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন পোস্টার।
পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসরণ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমরা কেন্দ্রের চিঠি পেয়েছি ইতিমধ্যে আমরা ইউনিট নেতাদের নির্দেশ দিয়েছি দ্রুত ব্যানার পোস্টার সরানোর জন্য হয়ত তারা দ্রুত ই পোস্টার গুলো সরিয়ে ফেলবেন। মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রুমেল বলেন আমরা কেন্দ্রের নির্দেশ পাওয়ার সাথে সাথে উপজেলার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি অনেকে অপসারণ করেছে আবার অনেকে করেনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ বাদল বলেন কেন্দ্রের নির্দেশ তো মানতে ই হবে অবশ্য ই ব্যানার গুলো আমরা সরিয়ে ফেলার কাজ শুরু করবো।
বার্তাবাজার/এসএইচ