চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে মসজিদ থেকে বেরিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে ছাবের আহমেদ (৭০)।

স্থানীয়রা জানান, ছাবের বুধবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ামাত্রই হাতির সামনে পড়েন। এ সময় হাতিটি ছাবেরকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বার্তাবাজার/এম আই