ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে ব্যবসায়ীর নির্মানধীন আধাপাঁকা দোকান ঘরের দেয়াল ভেঙে দিল দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় একটি দোকানের দেয়াল ভেঙে দেয়া হয়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল হাওলাদার শুক্রবার রাতেই দক্ষিণ আইচা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
ব্যবসায়ী সাইফুল হাওলাদার জানান, তিনি তার পৈত্রিক ও খরিদা সুত্রে দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকায় ১২ শতাংশ জমিতে আধাপাকা টিনসেট দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। কাজের প্রায় শেষ পর্যায় স্থানীয় তিন যুবক সেলিম, রাকিব, আসাদ তার ঘর নির্মাণে বাধা দিয়ে ২ লক্ষ টাকা দাবী করেন। এনিয়ে তাদের সাথে তার বিরোধ শুরু হয়। শুক্রবার বিকালে তিনি নিজের কাজে চর কুকরী-মুকরী যান। তিনি এলাকায় না থাকার সুযোগে ওই তিন যুবক বহিরাগত লোকজন নিয়ে তার নির্মানধীন দোকান ঘরের দেয়াল ভেঙে গুড়িয়ে দেন।খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের তোপের মুখে ওই যুবকরা পালিয়ে যান। ঘটনার পর পরই তিন যুবক আত্মগোনে থাকায় তাদের বক্তব্য জানাযায়নি।
দক্ষিণ আইচা থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া জানান, ভুক্তভোগীর জিডির আলোকে ওই ঘটনাটির তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসএইচ