কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন ,বিএনপি মানে জনকল্যাণমূখী ও দেশমাতৃকার উন্নয়নের জন্য রাজনীতি ও বিএনপি মানে মানুষের জন্য রাজনীতি। সেই লক্ষ্য নিয়েই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প।
তিনি আরো বলেন,মা-মাটির মানুষের রাজনীতি করে বিএনপি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা শুধু এই দুর্গাপুর নই সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা মানবতার কল্যানে বিভিন্ন কাজ করে আসছি। আজকের এই আয়োজন গত কিছুদিন আগে এই এলাকায় বন্যা হয়েছিল সে বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক মানুষ নানান রোগে আক্রান্ত হয়েছেন। সেজন্যই আমরা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহের সহযোগিতায় আজকে প্রায় ২৯ জনের একটা মেডিক্যাল টিম এখানে এসেছেন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্যা কবলিত গাঁওকান্দিয়া ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে অর্থোপেডিক্স, মেডিসিন,গাইনি,শিশু,চক্ষু বিশেষজ্ঞ সহ প্রায় ২৯ প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয়। স্বাস্থ্য সেবা নিতে সকাল থেকেই ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবাগ্রহীতারা। দিনব্যাপী প্রায় ২ হাজার রোগী এখান থেকে সেবা গ্রহণ করে। উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য, গত অক্টোবরে আকস্মিক বন্যায় দুর্গাপুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গাঁওকান্দিয়া ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় সেবা নিতে যেতে না পারাদের জন্য এমন আয়োজনে খুশি স্থানীয়রা।
বার্তাবাজার/এসএইচ