সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পল্লী ফাউন্ডেশন’ নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রধান অভিযুক্ত শাহিদ শেখ ওরফে নরুল হুদাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ ও র্যাব-১০ এর যৌথ অভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, শাহিদ শেখসহ কয়েকজন মিলে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ‘পল্লী ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও কার্যক্রম চালাচ্ছিলেন। তারা এলাকার নিরীহ মানুষদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। বিভিন্ন সময়ে শাহ আলম প্রামাণিক, হাফিজুল ইসলাম, ফরিদুল ইসলামসহ অনেকের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৩ নভেম্বর সন্ধ্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন কুচিয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শাহিদ শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিদ শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়। ভুক্তভোগীরা এই প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
বার্তাবাজার/এসএইচ