মাদারীপুরের রাজৈরে ৪০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ও মাদক মামলায় দুই পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,  হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা গ্রামের আয়নাল বেপারীর ছেলে মান্নান বেপারী, ঘোষালকান্দি গ্রামের বাদশা শেখ (৬০) ও তার স্ত্রী ফিরোজা বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে এসআই হাফিজুর রহমান তাদের গ্রেপ্তার করেন। অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী বাদশা ও স্ত্রী ফিরোজাকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে রাজৈর থানার এসআই আরিফুজ্জামান।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ (বৃহস্পতিবার) সকালে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ