ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীনগর পশ্চিম পাড়া ২নং ওয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে ৷
নিহত ওই কিশোর নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ড্রাইভার পালিয়ে গেলেও ট্রলিটিকে আটক করা হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছে। নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসএইচ