ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা ১৮ টি কার্টুনে ১২’শ ৯৬ প্যাকেট ডার্ক ফ্যান্টাসি ও ১৮ টি কার্টুনে ৪৬৪ প্যাকেট ব্লাক বারবর্ণ বিস্কুটসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর এলাকার ইদ্রিস শেখ এর ছেলে মো. রবিউল আলম (৪৫)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশূগঞ। টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তল্লাসী চালালে আসামী রবিউল আলম (৪৫) হেফাজত থেকে ১৮টি কার্টুনে ১২৯৬ প্যাকেট DARK Fantasy বিস্কুট ও ১৮টি কার্টুনে ৪৬৪ প্যাকেট Black Bourbon বিস্কুট উদ্ধার করে জব্দ করা হয়। এসময় আসামী তার কাছে থাকার বিস্কুটের কোন বৈথ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরো বলেন, আসামীকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এসএইচ