জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় নেতাকর্মীরা ঐ ভবন থেকে শেখ মুজিবুর রহমান এর ছবি নামিয়ে ফেলেন।

এসময় গণমাধ্যমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়করা জানান, যাঁর আদর্শকে ভিত্তি করে দেশে ফ্যাসিবাদী চেতনার সূত্রপাত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই ফ্যাসিস্টের মূর্ত প্রতীক ছিল শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশে মুজিবের কোনো স্থান নেই- এমনটাই আমরা বিশ্বাস করি। রাষ্ট্রীয় পর্যায়ে মুজিবের ছবি সরানোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিবের কোনো ছবি রাখা হবে না। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি অপসারণ করে আমরা ক্যাম্পাসকে ‘মুজিবমুক্ত’ করেছি।

ছবি অপসারণকালে এসময় উপস্থিত ছিলেন- তৌহিদ সিয়াম, নাজমুল ইসলাম, মেহেরাব সিফাত, অন্বেষা, ফারিনা প্রমুখসহ আরও অনেকে।

 

বার্তাবাজার/এসএইচ