সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম। সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ৩ নভেম্বর নিয়োগপ্রাপ্ত হয়েই দায়িত্ব গ্রহণ করেছেন নতুন ছাত্র উপদেষ্টা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানান, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও যেকোনো প্রয়োজনে যথাযথ পরামর্শ ও কাউন্সিলিং এর লক্ষ্যে ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে মূখ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা কে শুভেচ্ছা জানিয়ে ছাত্র-শিক্ষকের এক ব্যাতিক্রমী বন্ধন গঠন এবং যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার আকাঙ্ক্ষা শিক্ষার্থী মহলে। নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘ছাত্র উপদেষ্টা হতে পরে আমি আমার অনেক বড় অর্জন মনে করি। কেননা এতে আমি দুটি ভালো কাজের সুযোগ পাচ্ছি। একটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং অপরটি শিক্ষার্থীদের অকল্যাণ হয় এমন কাজ গুলো নিয়ে আমি কথা বলতে ও পরামর্শ দিতে পারবো।’
শিক্ষার্থীদের সার্বিক সহোযোগিতা কামনা করে তিনি আরও বলেন, ‘আমার শিক্ষার্থীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। সকল বিষয়ে আমি তাদের যুক্তিযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করবো। বিশ্ববিদ্যালয়ের সংবিধান তথা প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণ হয় এমন কাজকে উৎসাহিত করা এবং অকল্যাণ হয় এমন কাজকে নিরুৎসাহিত করা আমার দ্বায়িত্ব।’ প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. ফজলুল করিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে গবির কৃষি অনুষদের যাত্রা শুরু হলে তিনি অনুষদটির ডিন হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
বার্তাবাজার/এসএইচ