ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯ হাজার ৩শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে বিজিবি। ১৩ নভেম্বর সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের পিলার নম্বর ২০২৫/২৫-এস এর কাছ থেকে বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে ৯ হাজার ৩শ ৯৫ পিস ও একটি সিএনজিচালিত অটোরিকশা সহ মাদক কারবারিকে আটক করেন।
আটককৃত মাদককারবারি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার মোঃ আব্দুস সালামের পুত্র মোঃ তাজুল ইসলাম (৬০)। আটককৃত আসামীকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার্তাবাজার/এসএইচ