নেপালে অনুষ্ঠিত ‘সেমিনার অন দ্যা ফিউচার অব এডুকেশন ইন স্কাউটিং” ওয়ার্কশপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জয়নাল আবেদিন। সে কক্সবাজার জেলার টেকনাফ বাহারছড়া এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ৪র্থ বর্ষে ছাত্র।

আজ বুধবার ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নেপালের লালিতপুরে এশিয়ান প্যাসিফিক রিজিওন (এপিআর) ও ওয়ার্লড অর্গানাইজেশন ওব স্কাউট মুভমেন্ট (ওজম) কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত আটজন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে সক্রিয় রয়েছেন এবং বর্তমানে রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

উখিয়া-টেকনাফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ (ডুসাট)-এর ১৪তম সভাপতির দায়িত্ব পালন করছেন। অনুভূতি জানতে চাইলে জয়নাল জানান “বিশ্বমঞ্চে দেশমাতৃকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা সত্যি সৌভাগ্যের। দেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাবো। দেশের সেবায় নিজেকে সঁপে দিতে চাই।”

 

বার্তাবাজার/এসএইচ