সিরাজগঞ্জের শাহজাদপুরে হিন্দু কমিউনিটির পাঁচটি বাড়িতে চেতনানাশক মিশ্রিত লবণ ব্যবহার করে দুর্ধর্ষ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন—হামলাকোলা গ্রামের আল আমিন সরকার, বড় মহারাজপুর গ্রামের সাইদুল ইসলাম ওরফে মদন, সিএনজি চালক হামিদুল ইসলাম, এবং স্বর্ণ ব্যবসায়ী পল্লব কর্মকার।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী জানান, চোরেরা অত্যন্ত কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে খাবার লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে রাখত। সেই লবণ দিয়ে রান্না করা খাবার খাওয়ার পর বাড়ির সদস্যরা অচেতন হয়ে পড়লে চোরেরা নির্দ্বিধায় লুটপাট চালাতো। গত ২ নভেম্বর গভীর রাতে গাঁড়াদহ পালপাড়া এলাকার পাঁচটি বাড়িতে এ ধরনের চুরির ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি, পল্লব কর্মকারের দোকান থেকে প্রায় ৫ ভরি স্বর্ণ ও ৩ ভরি ৮ আনা রুপাসহ চুরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
বার্তাবাজার/এসএইচ