ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জন এবং সৃজনশীলতা বৃদ্ধিতে উৎসাহ প্রদান করা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাছায়া গ্রন্থাগারের আয়োজনে ও স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ) নামে একটি সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ও পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারজন করে সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শোভা খানম প্রথম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত ইসলাম দ্বিতীয় ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিমা খানম তৃতীয় হয়েছেন। পরে তাদের সনদপত্রসহ পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সেভ সংগঠনের চিফ টিম লিডার জব্বার সর্দারের সভাপতিত্বে বক্তব্য দেন, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, সহকারী শিক্ষক শাহনেওয়াজ সিকদার রিপন, শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার রাজবংশী, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল কুমার ঘোষ, বানা এসপি দাখিল মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লাহ্ ও অধরা পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্রতিযোগিতায় হার-জিৎ বড় বিষয় নয়। প্রতিযোগিতার মাধ্যমে নতুন কিছু শেখাই বড় ব্যাপার। এই আয়োজন সবার জন্য নতুন কিছু শেখার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণে এই আয়োজন অংশগ্রহণকারীদের জন্য দারুণ কাজে আসবে।
সেভ সংগঠনের পরিচালনা কমিটির চিফ টিম ডিরেক্টর আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলাম বার্তা বাজার’কে জানান, সংগঠনের মিডিয়া টিমের প্রধান মামুন মিয়া, শিক্ষা টিমের প্রধান মেহেদী হাসান রাব্বি ও বিদ্যাছায়া গ্রন্থাগারের টিম প্রধান রিফাত হোসেন সবুজের সমন্বয়ে সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মসূচি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
বার্তাবাজার/এসএইচ