সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েই মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে শিবলী লেখেন, ‘সোমবার ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবের ছবি দেখেছেন, তাদের জানার জন্য বলছি যে, ফারুকী আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রলায় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন। সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকীই প্রথম করলেন। দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিরিট দেখেছি, সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাল্লাহ।’

তিনি লেখেন, ‘ফারুকী দোষেগুণে মেশানো একজন মানুষ। এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে। অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষাঘেঁষির যেমন প্রমাণ আছে, তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে। আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিসদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে।’ নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লেখেন, ‘জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলেব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়ে ছিলাম, তখন দু-একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পাইনি। সেই জুলাইয়ে দু-একজনের মধ্যে ফারুকী ছিলেন একজন। ফারুকীর সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে।’

এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকেও সোমবার ও মঙ্গলবার শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ