নড়াইল লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.মিরান শেখ (২৮), ও মো.জুয়েল মোল্যা (২৯) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সাব্বিরুল আলম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
বুধবার (১২ নভেম্বর) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর নিরিবিলি পিকনিক স্পটের পাশ থেকে অবৈধ ১০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত,মো.মিরান শেখ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর গ্রামের মৃত,ফরিদ শেখের ছেলে ও মো.জুয়লে মোল্যা একই গ্রামের মো.আক্তার মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পাশের গেটের সামনের রাস্তার উপর হতে মিরান শেখ ও জুয়েল মোল্যাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ