ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের একটি মাছের পাইকারের পিক আপ আটকিয়ে টাকা ছিনতাই করে এতে নগদ প্রায় ২লাখ টাকাসহ ৩টি মোবাইলে সেট ডাকাতি ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে (১১নভেম্বর) সোমাবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকার জিঞ্জিরা পাগলার মাজার এলাকায়।

পিক-আপের চালক মিলন জানান, প্রতিদিনের মতো ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাছের পাইকার নিয়ে পিকআপ দিয়ে ভালুকায় মাছের আড়ৎ এর উদ্দেশ্যে রওনা দেই। আমার পিক-আপটি সিডস্টোর বাজার পার হওয়ার পর ভালুকা থানার কাছাকাছি পৌঁছলে নীল রং এর একটি নাম্বার বিহীন ফোটন গাড়ি পেছন থেকে সামনে এসে আমার গাড়িটিকে (ঢাকা-মেট্রো-ন-২১-৫৭০৩) ব্যারিকেড দেয়। আমি গাড়িকে রাস্তার পশ্চিম পাশে ময়লার ভাগারের উপর তুলে দেই। ৬/৭জনের একটি ডাকাতদল ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে ৬জন পাইকারের কাছ থেকে ৩টি মোবাইলসহ প্রায় নগদ ২লাখ টাকা ডাকাতি করে ময়মনসিংহের দিকে চলে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি আমরা অবগত না। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করতে আসেননি। ঘটনাটি জানিয়ে ভালো করেছেন,আমরা আরও সর্তক হতে পারবো ।

 

বার্তাবাজার/এসএইচ