নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই আনন্দের সঙ্গে গ্রহণ করে পারবে। তবে নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার তো রিলাক্সে আছেন। তারা এই বিষয়ে চাপ বোধ করছেন না। অথচ তাদের কাজ ছিল দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে যাওয়া।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘লুটেরা মাফিয়াদের নেতৃত্ব ও নির্বাচন কমিশন সংস্কার’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মান্না বলেন, ‘বিগত শেখ হাসিনা সরকার পতনের বিষয়টি এতো পরিকল্পিতভাবে হয়নি। এতে সবার সামগ্রিক প্রচেষ্টা ও প্রস্তুতি ছিল। তবে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। তাই তারা দীর্ঘ সংস্কার করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘ড. ইউনুস বিল্পব করতে যাননি। উনি বিপ্লবের পরে আগের সংবিধান মানতে শুরু করেছেন। উনি বিপ্লব মানলে সংবিধান মানতেন না। ড. ইউনুস তো দেশের মানুষের সঙ্গে কথা বলেন না। উনি দেশের বাহিরে গিয়ে কথা বলেন।’
নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে মান্না বলেন, ‘তিনজনের দুজনকে উপদেষ্টা হিসেবে নিয়ে ঝামেলা তৈরি করে ফেলেছেন উপদেষ্টা। নিয়োগের আগে যাচাই কেন করলেন না? এ বিষয়ে ছেলেখেলা করছেন ওনারা।’ পুলিশ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ তো হারে হারামজাদা একটা জিনিস। মামলা নেবে না; জিডি নেবে না; কিন্তু বাম হাতের লেনদেন চালাবে।
বার্তাবাজার/এসএইচ