বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে সংস্কারকাজ শেষ করে যেন নির্বাচন দেয়।মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন আরও বলেন,বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত অন্তবর্তী সরকারকে। অপরদিকে আমাদের সহনশীল ও শৃঙ্খল ভাবে দেশের সকল সংস্কার কাজে সহায়তার সুযোগ ও দিতে হবে। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংস করেছে সেগুলোকে সংস্কার দ্রুতই সম্ভব না। যৌক্তিক সময় দেওয়া হলে তা পরিপূর্ণ সংস্কার হবে।
ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এবার ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন হয়। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। খেলা দেখত কয়েক হাজার দর্শক মাঠে ও মাঠের বাহিরে অবস্থান করেন। এমনকি গাছে উঠেও খেলা উপভোগ করেছেন কয়েকহাজার দর্শক।
বার্তাবাজার/এসএইচ