সিরাজগঞ্জে ছাত্র-জনতার অংশীদারিত্বহীন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এনজিও এবং চট্টগ্রাম অঞ্চলের প্রভাব বাড়ানো হয়েছে। তারা জানান, তাদের তিন দফা দাবি মেনে নিয়ে যোগ্য এবং বৈষম্যমুক্ত উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসরদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যা ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসির আরাফাত ইশান বলেন, “গণঅভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি ন্যায্য ও সমতাভিত্তিক অবস্থান প্রতিষ্ঠা না করে, উপদেষ্টা নিয়োগের নামে স্বৈরতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

এ সময় বিক্ষোভে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:

১) এককেন্দ্রিকতার অবসান ঘটিয়ে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

২) ছাত্র-জনতার মতামত উপেক্ষা করে উপদেষ্টা নিয়োগের বিষয়ে জবাবদিহিতা করতে হবে।

৩) ছাত্র-জনতার অংশগ্রহণে একটি ছায়া সরকার প্রতিষ্ঠা করতে হবে, যা গণঅভ্যুত্থানের চেতনা বজায় রাখবে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, সজীব সরকার, ইয়াসির আরাফাত ইশান এবং টি এম মুশফিক সাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

বার্তাবাজার/এসএইচ