সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে করতোয়া এক্সপ্রেস ট্রেনে ৪ জন কাটা পড়ার ঘটনা ঘটে। নিহতরা হলেন, জোংড়া ইউনিয়নের ইসলাম নগরের বাসিন্দা আজিজার রহমান (৬৫)মোবারক হোসেন(৫৫) মকবুল হোসেন (৪৫) ও আব্দুল ওহাব(৪০)।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন নগর এলাকার রেললাইনের পাশে ধান মাড়াই করার সময় মেশিনের প্রচন্ড শব্দ হচ্ছিলো। সে সময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি এসে ঘটনাস্থলে হুইশেল দিলে নিহত চার ব্যক্তি লাইনেই বসে লুডু খেলছিলেন। ট্রেনের শব্দ টের না পাওয়ায় ট্রেনে কাটা পড়েন সকলেই মারা যান। পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বার্তাবাজার/এসএইচ