ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল দলিল বানিয়ে জমি দখলের সাথে জড়িত প্রতারক চক্রের দুই সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের দিনেশ চন্দ্র সিংহের ছেলে নিরঞ্জন চন্দ্র সিংহ (৪৮) এবং একই গ্রামের হরসুন্দর সিংহের ছেলে যতিশ চন্দ্র সিংহ (৪৫)। তারা দুজনেই জাল দলিল তৈরি করে জমি দখলের অপরাধ স্বীকার করেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, জাল দলিল তৈরি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধনতলা ইউনিয়নের সাগর চন্দ্র শীলের ৫ শতক জমি দখল নেয় চক্রটি। ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ জানালে তদন্তভার উপজেলা ভূমি অফিস কে প্রদান করে। তদন্তের সময় দেখা গেছে, জাল দলিলটির সম্পূর্ণ তথ্য বানোয়াট। দলিলে উল্লিখিত জমির মালিকানা সম্পর্কিত তথ্য এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করা অন্য দলিল নম্বরের সাথে এই দলিলের কোন মিল পাওয়া যায়নি। এমনকি বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের মিল নেই।

এসব যাচাই বাছাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভূমিসংক্রান্ত বিষয়ে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে সচেতন করেন তিনি।’ জমির মালিক সাগর চন্দ্র শীল জানান, জমিটি দখল নেওয়ার সময় আমরা কাগজপত্র যাচাই করার জন্য ১ মাসের সময় চেয়েছিলাম। চক্রটি আমাদের কোনো কথা শুনেনি। উলটো মামলায় ফাঁসানোর জন্য নারীদের উলঙ্গ করে রেখে জমি দখল করেছে। অল্প সময়ে কোনো দুর্ভোগ ছাড়াই এ্যাসিল্যান্ড অফিসে জমি বিরোধের সমাধান পেয়ে খুব খুশি তিনি। বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ