জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে শহরের ভায়না মোড় খাদ্য গুদামের সামনে মাইক্রো স্ট্যান্ডে দিনব্যাপী এ ক্যাম্পেইনে চার জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। মাগুরা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান রাজা মোল্যার আয়োজনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুর রহমান খান (পিকুল), জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। মাগুরা জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্যাম্পেইনে যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়।
বার্তাবাজার/এসএইচ