চট্টগ্রামে ১ লক্ষ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ০৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান কর্ণফুলী থানার ওসি মনির হোসেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ৪৮/২০১৮, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি ফারুক আহম্মদ (৫০)-কে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামি ফারুক আহম্মদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী থানাধীন শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠীর পারিবারিক কবরস্থানের পুকুরপাড় থেকে ১,১৫,০০০ (এক লক্ষ পনেরো হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছিল কর্ণফুলী থানা পুলিশ।

 

বার্তাবাজার/এসএইচ