চট্টগ্রামে আওয়ামী নেতাকর্মীদের বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশটি নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচির নেতৃত্বদেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রাসেল আহমেদ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ২০২৪ সালে বিগত ১৬ বছরের ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের আন্দোলন এখনো চলমান রয়েছে। যদি জুলাইয়ের হত্যাকারী মাথাচাড়া দিয়ে আবার ফিরতে চায় তাহলে তাদের স্বমূলে উৎখাত করা হবে।

 

বার্তাবাজার/এসএইচ