চট্টগ্রামে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান চকবাজার থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন।
তিনি জানান, শনিবার রাত ৯.৫৫ মিনিটে চকবাজার থানাধীন অলিখাঁ মসজিদ মোড়স্থ মদিনা টাওয়ারে অবস্থিত হোটেল এভালন পার্কের ৫ম তলার কক্ষ নং ৫০৪ এর ভিতর থেকে পেশাদার মাদকব্যবসায়ী মোঃ পারভেছ উদ্দিন (৪০)-কে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩,৯০০/- ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির চকবাজার থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/এসএইচ