চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত ১০ জন পুরুষ ও ১৩ জন নারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ