ময়মনসিংহের ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামীলীগের পুর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রতিহত করতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১০ নভেম্বর (রবিবার) ভোর থেকে দুপুর পর্যন্ত ভালুকা পৌর সদর, উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় বিএনপির নেতৃবৃন্দ।
সকালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্ব একটি বিশাল মিছিল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষীণ শেষে সিডস্টোর আল-মদিনা শপিং কমপ্লেক্স এর সামনে গিয়ে অবস্থান নেন। এসময় আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল প্রমূখ। তবে ভালুকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কোথায় জড়ো হতে দেখা যায়নি।
বার্তাবাজার/এসএইচ