সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা ও হত্যার দায়ে দায়েরকৃত মামলার পলাতক আসামি শুভ তালুকদার চানুকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৯ নভেম্বর) রাতে বগুড়া জেলার সদর থানার কানজগাড়ি এলাকায় যৌথ অভিযান চালিয়ে র্যাব-১২ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় চানুকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গত ০৪ আগস্ট সরকার পতনের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসহ রাস্তায় উপস্থিত ছাত্রদের ওপর হামলা চালিয়ে সিরাজগঞ্জ সদর থানাধীন বড়পুল এলাকায় সোহানুর রহমান রঞ্জু খানকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় হামলাকারীরা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে উল্লাস করতে থাকে। ঘটনায় নিহতের পরিবার সিরাজগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শুভ তালুকদার চানুকে অন্যতম প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়।
র্যাবের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় এবং র্যাব-১২, সদর কোম্পানি ও সিপিএসসি, বগুড়ার অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার এড়াতে চানু দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত শুভ তালুকদার চানুকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/এসএইচ