সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগের বিচার দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টায় সিরাজগঞ্জ শহরের এস এস রোড থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন, যা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল, ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ কোথায় গেলি’ ও ‘গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি।’ এসময় স্লোগান দিয়ে ছাত্রলীগের কার্যকলাপের প্রতিবাদ জানান তারা।

গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী, যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদের নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এসএইচ