পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কোন্দলের জেরে বলি হয়ে অস্ত্র মামলায় কারাগারে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজি বলে দাবী করেন পরিবারের সদস্যদের। শনিবার (০৯ নভেম্বর) বিকাল পাঁচটায় কলেজ রোড় এলাকায় জাহাঙ্গীর ফরাজির নিজ বাসায় সংবাদ সম্মেলনে একথা বলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার অনু।

সংবাদ সম্মেলনে সুরাইয়া আক্তার অনু বলেন, জাহাঙ্গীর ফরাজি একজন ত্যাগী ও তৃণমূল বিএনপির নেতা। তার জনপ্রিয়তা দেখে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু মুন্সি ও তার লোকেরা ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাসিয়েছেন। এই নান্নু মুন্সি বিভিন্ন সময় আমার স্বামীর সাথে অনেক ঝামেলা করেছে। তবুও আমার স্বামী (জাহাঙ্গীর ফরাজি) দল ও কর্মীদের ভালবেসে তাদের পাশে থেকেছে। আসলে নব্য বিএনপিরাই আমার স্বামীকে ফাঁসিছে।এছাড়া জাহাঙ্গীর ফরাজিকে মুক্তি ও তার সাংগঠনিক পদ ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।

উল্লেখ, গত ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক হয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরাজি।

 

বার্তাবাজার/এসএইচ