মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে ৩ লাখ ডলার জরিমানা করেছে দেশটির একটি আদালত। মানহানির এক মামলায় অন্য আরেক রাজনীতিবিদকে এই ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ মাস প্রধানমন্ত্রী থাকা মুহিউদ্দিনের বিরুদ্ধে সাবেক এক বাদশাহকে অপমান করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহসহ তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ২০২৩ সালের মার্চে একাধিক ফেসবুক পোস্টে সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইংয়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জন্য মুহিউদ্দিনকে ১৩ লাখ ৫০ হাজার রিঙ্গিত (৩০৮,০৭৮ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কুয়ালালামপুর হাইকোর্ট।
আদালত মুহিউদ্দিনকে বক্তব্য প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন এবং মানহানিকর মন্তব্যের পুনরাবৃত্তি থেকে বিরত থাকার আদেশ জারি করেছেন। যদিও নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে মুহিউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। মুহিউদ্দিন বলেছেন, তিনি আপিল করবেন। তবে আদালতের আদেশ মেনে তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে আগের পোস্ট সরিয়ে ফেলার কথাও জানিয়েছেন।
বার্তাবাজার/এসএইচ