চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ইপিজেড থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী মোঃ সুমনকে (২৪) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সুমন ফেনী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি দরে গাঁজা সরবারাহ করে বলে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে সিএমপির ইপিজেড থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ