৭ নভেম্বরের বিপ্লব ও ৫ আগস্টের গণঅভ্যুত্থান এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিল। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে হেফাজত করেছিল। একইভাবে ৫ আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক (স্থগিত কমিটি) আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুজ্জামান খসরু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ প্রমুখ।

 

বার্তাবাজার/এসএইচ