শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন।

 

বার্তাবাজার/এসএইচ