ফরিদপুরের আলফাডাঙ্গায় অপপ্রচারের প্রতিবাদে মো. ইমরুল হাসান নামে যুবদলের এক নেতা সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ইমরুল হাসান ওই এলাকার আবু বক্কার মোল্যার ছেলে ও আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
সংবাদ সম্মেলনে ইমরুল হাসান এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার ছোট ভাই ইমরান হাসান ফলিয়া বাজারে পৈত্রিক সম্পত্তির সম্মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্দবস্ত নিয়ে বৈধভাবে ঘর নির্মাণ করছেন। কিন্তু এই বিষয়টি নিয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছেন। এর অংশ হিসেবে আমার নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করা হচ্ছে। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিকদের উদ্দেশ্য করে ইমরুল হাসান বলেন, বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কোন চাঁদাবাজ, দখলবাজ, লুটতরাজকারী, সংখ্যালঘু নির্যাতনকারী বিএনপিতে জায়গা হবে না। এই ধরনের কোনো কর্মকান্ডের সাথে কেউ যুক্ত থাকলে দল তাকে সরাসরি বহিস্কার করবে। সে দলের তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন এ ধরণের কর্মকান্ডে জড়ালে তাকে ক্ষমা করা হবে না। দলের চেয়ারম্যানের নির্দেশ আমি আমার উপজেলায় শক্তভাবে বাস্তবায়ন করে চলেছি।