বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিন।
বুধবার (০৬ নভেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান ২১ সদস্যের এ আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। এ সময় তামজিদ উদ্দিনকে আহবায়ক ও মো:রোমান রহমানকে সদস্য সচিব ছাড়াও হাসান উদ্দিন, এম. এ. সাঈদ, আবু হানিফ, আল ইবনুল হাসান অন্তর, মো. সৈকত হোসেন, সায়েদ্যুল ইসলাম রাফি, তাহসান হাবিব, জাহিদ হাসানকে যুগ্ম আহ্বায়ক ও শাহ মো. মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মো. মারুফ খান, মো. সবুজ, মো. মোজাহিদুল্লাহ, মো. দিদার মাহমুদ, কাজী বেলাল হোসেনকে যুগ্ম সদস্য সচিব এবং শাহরিয়ার মুনিম সাবিদ, মো. মেহেদি হাসান, রায়হান আব্দুল্লাহ, এম ফরহাদ উদ্দীন রানাকে সদস্য নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির আহবায়ক তামজিদ উদ্দিন বলেন, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের স্পিরিট কে ধারণ করে শিক্ষার্থীদের কে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যেতে চাই।
বার্তাবাজার/এসএইচ