রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলায় ওয়ার্ড কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি মো. আকরাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে বাড্ডা থানার ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দুলাল সরদার। তখন আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে দুলাল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গত ২ অক্টোবর বাদী মো. শরিফুল ইসলাম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় দুলাল হত্যা মামলার আসামি বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি মো. আকরাম খানকে গ্রেপ্তার করা হয়।
বার্তাবাজার/এসএইচ