সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ঐতিহাসিক এ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভুনাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ আব্দুল আলীম মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাতে রাব্বী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, এবং সরকারি হাজী কোরপ আলী কলেজ ছাত্রদল আহবায়ক শামীম সরকার প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন এবং অতীতের ঘটনাবলির আলোকে নতুন করে দলীয় শক্তি পুনর্গঠনের ওপর জোর দেন।

 

বার্তাবাজার/এসএইচ