নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঐতিহাসকি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালতি হয়েছে। এই উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ-সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় সভাস্থলে এসে শেষ হয়।
হাতিয়া পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক খোকন। বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, প্রবীণ বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র উপদেষ্টা আমিরুল মৌমিন বাবলু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহলি মজিদ নিশান, বিএনপি নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক ইকবাল সহ উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছোসেবকদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ অনেক বছর পর চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এর নেতৃত্বে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ-সহযোগি সংগঠন গুলো আজ ঐক্যের পথে। দিবসটি কেন্দ্র করে সকাল থেকে বিভন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল করে সভাস্থলে এসে উপস্থতি হয়। এ সময় উপজেলা শহীদ মিনার চত্ত¦র পরিপূর্ণ হয়ে যায়। ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছোসেবকদল ও বিএনপি’র মূল দল ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে সভাস্থলে আসেন। নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে তৈরি প্লাকার্ড ও দলীয় পতাকা নিয়ে মিছিল নিয়ে সভায় যোগ দেন। আলোচনা সভাটি জনসভায় পরিণত হয়েছে।
বার্তাবাজার/এসএইচ