ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৭ (বৃহস্পতিবার) নভেম্বর সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে দলীয় কার্য্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক সালাহ্ উদ্দিন আহাম্মেদ এর সঞালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, সারোয়ার জাহান এমরান, রুহুল আমিন, মজিবুর রহমান মজু, খালেকুজ্জামান তালুকদার, নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ ক্বারী, আলমগীর হোসেন, আবু সাঈদ জুয়েল, মোস্তাফিজুর রহমান মামুন, আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, মাসুদ চৌধুরী, মোবারক হোসেন মোল্লা, কায়সার আহাম্মেদ কাজল, আসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, এস এম ফিরোজ, তিয়াস মাহমুদ শুভ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বার্তাবাজার/এসএইচ