মাদারীপুরের রাজৈরে বিশিষ্ট মাদক ব্যবসায়ী জীবনী ওরফে লায়লাকে(৩৫) ৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবনী একই গ্রামের আল-আমিনের স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষালকান্দি গ্রামে জীবনীর নিজ বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় তাকে ৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, জীবনী বিখ্যাত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বার্তাবাজার/এসএইচ