জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ঝিনাইদহ শাখা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। সেসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নাহিদ রেজা, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম।

মনাববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের প্রভাষক জাহিদুর রহমান, সাইফুর রহমান, তছির উদ্দিন, নাসির হোসেন, তিথি আফরোজ, শিরিনা আহমেদ, শিল্পি খানম, নাজনীন নাহার মরিয়ম, শৈলকুপা শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, নুরুজ্জামান, আল ফারুক, আমেনা খাতুন কলেজের প্রভাষক হামিদুর রহমানসহ শিক্ষার্থীরা। বক্তারা উপাচার্যকে হত্যার হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান।

 

 

বার্তাবাজার/এসএইচ