রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রীন লাইন

বাসচাপায় এক পা হারানো রাসেলকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১০ এপ্রিল) এ অর্থ পরিশোধ করা হয়। বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে রাসেলকে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

রাসেলের পা হারানোর ঘটনায় আইনজীবী উম্মে কুলসুমের করা এক রিটের প্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

সেই সঙ্গে প্রয়োজন হলে তাঁর পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

তবে ১২ মার্চের আদেশের বিরুদ্ধে গ্রীন লাইন পরিবহন আপিল করে এবং তা ৩১ মার্চ খারিজ হয়। ফলে হাইকোর্টের আদেশ ৩ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করতে বলে আদেশের জন্য ৪ এপ্রিল দিন রাখেন।

৪ এপ্রিল গ্রীন লাইন পরিবহনের মহাব্যবস্থাপক আদালতকে জানান, গ্রীন লাইনের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি ৯ এপ্রিল ফিরবেন। ফলে হাইকোর্ট ১০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর