বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার একজন টাইগার

বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নের স্কোয়াডটা কেমন হতে পারে? তার পুরোটা এখন বলে দেওয়া না গেলেও তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি ও মোস্তাফিজ -এই ছয়জনের নাম পরিষ্কারভাবে বলে দেওয়া যায়৷ স্কোয়াডের বাকি নয়টি জায়গা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না৷ তবে বিশ্বকাপে দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দেক হোসেনকে নজরে রাখার বেশকিছু কারণও আছে। মোসাদ্দেক একজন অলরাউন্ডার৷ ব্যাট হাতে যেমন প্রয়োজনমাফিক রান করতে পারেন, তেমনি বল হাতেও রাখতে পারেন কার্যকরী ভূমিকা৷ অভিষেকের পর থেকে জাতীয় দলে নিয়মিত ছিলেন তিনি। যদিও পরবর্তিতে ব্যক্তিগত বিতর্কে জড়িয়ে গত দুই সিরিজে খেলা হয়নি তাঁর৷ তবে তামিম,মাশরাফিদের মুখে ইতোমধ্যে তাঁর বেশকিছু প্রসংশা শোনা গেছে।

মোসাদ্দেক দলের প্রয়োজনে যেমন ধীরে খেলতে পারেন, তেমনি মারকুটে ব্যাটিংও করতে পারেন। শট, লফ্টেড শট সবকিছুরই দারুণ দক্ষতা আছে তাঁর। মোসাদ্দেকের আরেকটি গুণ হলো তিনিও মাথা ঠান্ডা রেখে খেলতে পারেন।

দুই বছরের ওয়ানডে ক্যারিয়ারে মোসাদ্দেক মোট ২৪ ম্যাচে ২০ ইনিংস ব্যাট করেছেন। সেখানে ৩১ গড়ে তাঁর মোট রান ৩৪১। সর্বোচ্চ স্কোর ৫০ এবং হাফ সেঞ্চুরির সংখ্যাও এই একটি। এদিকে ২২ ম্যাচে বল করে ৫.০৩ ইকোনমি রেটে ১১ উইকেট নিয়েছেন তিনি। তাই মোসাদ্দেক বিশ্বকাপ স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর