মুরাদনগরে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ

“রাখবো নিষ্কণ্টক জমি-বাড়ি, করবো সবাই ই-নামজারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বুধবার (১০ এপ্রিল) থেকে কুমিল্লার
মুরাদনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।

যা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। সেবা সপ্তাহ চলাকালে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে উপজেলা ভূমি অফিস এবং সকল ইউনিয়ন ভূমি অফিস। এসময় ভূমি সংক্রান্ত সবধরণের সেবা প্রদান সহজেই পাবেন সেবা গ্রহিতারা।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিতু মরিয়মের সার্বিক সহযোগিতায় ‘বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে র‌্যালির মাধ্যমে সেবা সপ্তাহ শুরু হবে। র‌্যালি শেষে ‘ভূমি সেবা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, ‘প্রতিদিনের সেবার পাশাপাশি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিসে তাৎক্ষনিক সেবা প্রাপ্তিদের ই-নামজারী আবেদন গ্রহন ও নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমির আবেদন গ্রহন ও কবুলিয়ত সম্পাদন, নামজারী রিভিউ ও বিবিধ মামলার আবেদন গ্রহন, উর্ধ্বতন কর্তৃপক্ষ, সুশীল সমাজ, সাংবাদিক এবং সেবা প্রাপ্তীদের মতামত গ্রহণ ও গণ শুনানী অনুষ্ঠিত হবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর