‘রাসেলদের থামাতে সেরা অস্ত্র আছে আমাদের কাছে’

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুরন্ত ছন্দে আছেন ক্যারিবীয়ান দানব আন্দ্রে রাসেল।এখন পর্যন্ত কোনো বোলার রাসেলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেতেস পারেনি।এমন বিধ্বংসীকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ স্টিভন ফ্লেমিং। এখানেই থামননি ধোনিদের কোচ। বললেন রাসেলদের তামাতে সেরা অস্ত্রও তৈরি করেছে চেন্নাই।

সাংবাদিক বৈঠকে এসে চেন্নাই সুপার কিংস দলের কোচ বলে দিলেন, ‘আমাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অনেক অস্ত্র রয়েছে। ওদের দলে ছ’জন দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছে। ক্রিস লিন, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পার মতো ক্রিকেটার। সকলকে নিয়েই সতর্ক থাকতে হবে। শুধুমাত্র রাসেল নিয়ে ভাবতে রাজি নই।’

দোনিদের কোচ অবশেষে রাসেল ঝড়ের কথাও শিকার করলেন।রাসেলকে নিয়ে ফ্রেমিং বলেন, ‘এটা ঠিক যে, রাসেল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু বাকি ক্রিকেটারেরাও খুব ভাল খেলেছে। সেই তথ্যকে উপেক্ষা করার উপায় নেই। দল হিসেবেই কেকেআরের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

চিপকের মন্থর উইকেট বরাবরই বড় অস্ত্র সিএসকে-র। যেখানে বরাবর স্পিনাররাই ম্যাচের নির্ধারক হয়ে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) রাসেলকে তা হলে কোন অস্ত্রে বেঁধে রাখা হবে? পরিচিত সেই স্পিন না কি পেসার ব্যবহার করবেন? ফ্লেমিং অবশ্য নিজস্ব যুক্তি থেকে সরে আসার কারণ খুঁজে পাননি। তার পাল্টা যুক্তি, স্পিন হোক বা সিম বোলিং— লক্ষ্যে নির্ভুল থেকে বোলিং করতে হবে। তিনি বলেছেন, ‘এটা এখন আর কোনও গোপন তথ্য নয় যে, আমাদের দলে স্পিনারদের পাল্লা ভারী। সেই জায়গা থেকে সকলেই ধরে নেবেন যে, স্পিন দিয়েই ওকে নিষ্ক্রিয় রাখা সম্ভব। তবে রাসেলের বিরুদ্ধে অন্য কোনও উপায় খুঁজে বার করা যায় কি না, সেটাও দেখতে হবে।’

রাসেলদের বিপক্ষে তুরুপের তাস হতে পারেন ইমরান তাহির ও হরভচন সিংহ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর